Important 30 Questions and Answers in Physics || পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন-উত্তর

Important 30 Questions and Answers in Physics || পদার্থ বিজ্ঞানের গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন-উত্তর
1. প্রশ্ন: কাজের একক কী?
☞ উত্তর: জুল।

2. প্রশ্ন: সিলিন্ডারের ব্যাস মাপা যায় কিসের সাহায্যে?
☞ উত্তর: স্লাইড ক্যালিপার্স।

3. প্রশ্ন: শক্তির মাত্রা কী?
☞ উত্তর: ML^2T^-2

4. প্রশ্ন: ত্বরণের মাত্রা কী?
☞ উত্তর: LT^-2

5. প্রশ্ন: ঘনত্বের মাত্রা কী?
☞ উত্তর: MLT^-3

6. প্রশ্ন: দৈর্ঘ্যের একক কী?
☞ উত্তর: মিটার।

7. প্রশ্ন: চাপের একক কী?
☞ উত্তর: প্যাসকেল।

8. প্রশ্ন: তড়িৎপ্রবাহের একক কী?
☞ উত্তর: অ্যাম্পিয়ার।

9. প্রশ্ন: তাপমাত্রার একক কী?
☞ উত্তর: কেলভিন।

10. প্রশ্ন: তাপের একক কী?
☞ উত্তর: জুল।

11. প্রশ্ন: পদার্থের জড়তার পরিমাপ কী?
☞ উত্তর: ভর।

12. প্রশ্ন: নিউটন গতিসূত্র প্রকাশ করেন কত সালে?
☞ উত্তর: ১৬৮৭ সালে।

13. প্রশ্ন: ভরবেগ P-এর মাত্রা সমীকরণ কী?
☞ উত্তর: [P]=[MLT^-1]।

14. প্রশ্ন: রকেট উৎক্ষেপণের ক্ষেত্রে কোন সূত্র কাজ করে?
☞ উত্তর: নিউটনের তৃতীয় সূত্র তথা ভরবেগের সংরক্ষণ সূত্র।

15. প্রশ্ন: বেগ ও দ্রুতির একক কী?
☞ উত্তর: ms^-1

16. প্রশ্ন: বেগ ও দ্রুতির মাত্রা কী?
☞ উত্তর: [LT^-1]

17. প্রশ্ন: দ্রুতি কী?
☞ উত্তর: বস্তুর বেগের মান।

18. প্রশ্ন: বেগ কী?
☞ উত্তর: নির্দিষ্ট দিকে দ্রুতিই বেগ।

19. প্রশ্ন: মন্দন কী?
☞ উত্তর: সরল পথে চলমান বস্তুর সময়ের সঙ্গে বস্তুর বেগ হ্রাসই মন্দন।

20. প্রশ্ন: ফিলোসোফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থটির লেখক কে?
☞ উত্তর: স্যার আইজাক নিউটন।

21. প্রশ্ন: মহাকর্ষ ধ্রুবক G-এর একক কোনটি?
☞ উত্তর: Nm^2kg^-2

22. প্রশ্ন: পড়ন্ত বস্তুর সূত্র আবিষ্কার করেন কে?
☞ উত্তর: গ্যালিলিও।

23. প্রশ্ন: কোথায় অভিকর্ষজ ত্বরণ ‘g’-এর মান সবচেয়ে বেশি?
☞ উত্তর: মেরু অঞ্চলে।

24. প্রশ্ন: কোনো বস্তুর ওজন কোথায় বেশি হয়?
☞ উত্তর: মেরু অঞ্চলে।

25. প্রশ্ন: পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন কত?
☞ উত্তর: শূন্য |

26. প্রশ্ন: বস্তুর মৌলিক ধর্ম কী?
☞ উত্তর: ভর।

27. প্রশ্ন: মহাকর্ষ কী?
☞ উত্তর: মহাবিশ্বের যেকোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে মহাকর্ষ বলে।

28. প্রশ্ন: পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের (g) মান কত?
☞ উত্তর: শূন্য (০)।

29. প্রশ্ন: কোনো বস্তুর অভিকর্ষ কেন্দ্র কয়টি?
☞ উত্তর: একটি।

30. প্রশ্ন: মহাশূন্যে পাঠানো প্রথম উপগ্রহ কোনটি?
☞ উত্তর: স্পুটনিক-১।

Post a Comment

0 Comments