পশ্চিমবঙ্গের সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন কয়েকটি SAQ ।। জেনারেল নলেজ২০২০

পশ্চিমবঙ্গের সরকারি চাকরির পরীক্ষার প্রশ্ন কয়েকটি SAQ ।। জেনারেল নলেজ২০২০

 (আসুন একনজরে দেখা যাক ভারতের প্রধান প্রধান আঞ্চলিক নৃত্য) --


(১) বাগুরুম্বাঃ- আসাম রাজ্যের নৃত্য।

(২) বিহুঃ- আসাম রাজ্যের নৃত্য। 

(৩) ভাংড়াঃ- পাঞ্জাব রাজ্যের নৃত্য।

(৪) ভারতনাট্যমঃ- তামিলনাড়ু রাজ্যের নৃত্য।

(৫) ডান্ডিয়াঃ- গুজরাট রাজ্যের নৃত্য।

(৬) গর্বাঃ- গুজরাট রাজ্যের নৃত্য।

(৭) ঘুমরঃ- রাজস্থান রাজ্যের নৃত্য।

(৮) ঝুমুরঃ- পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, ছত্তিশগড়, আসাম ও ওড়িশা রাজ্যের নৃত্য।

(৯) কথাকলিঃ- কেরালা রাজ্যের নৃত্য।

(১০) মোহিনীনাট্যমঃ- কেরালা রাজ্যের নৃত্য।

(১১) কুচিপুড়িঃ- অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য।

(১২) কোলিঃ- মহারাষ্ট্র রাজ্যের নৃত্য।

(১৩) লবনিঃ- মহারাষ্ট্র রাজ্যের নৃত্য।

(১৪) ওড়িশিঃ- ওড়িশা রাজ্যের নৃত্য।

(১৫) পন্থিঃ- ছত্তিশগড় রাজ্যের নৃত্য।

(১৬) কত্থকঃ- উত্তরপ্রদেশ রাজ্যের নৃত্য।

(১৭) যক্ষগণঃ- কর্ণাটক রাজ্যের নৃত্য।

(১৮) ভামাকল্পমঃ- অন্ধ্রপ্রদেশ রাজ্যের নৃত্য।

(১৯) ফাগঃ- হরিয়াণা রাজ্যের নৃত্য।

(২০) মাটকিঃ- মধ্যপ্রদেশ রাজ্যের নৃত্য।

(২১) হোজাগিরিঃ- ত্রিপুরা রাজ্যের নৃত্য।

(২২) বুইয়াঃ- অরুণাচল প্রদেশ রাজ্যের নৃত্য।

(২৩) গম্ভীরাঃ- পশ্চিমবঙ্গ রাজ্যের নৃত্য।

(২৪) সুগ্গিঃ- কর্ণাটক রাজ্যের নৃত্য।

(২৫) সরহুলঃ- ঝাড়খন্ড রাজ্যের নৃত্য।

(২৬) নুপাঃ- মণিপুর রাজ্যের নৃত্য।

(২৭) লাহোঃ- মেঘালয় রাজ্যের নৃত্য।

(২৮) চেরাউঃ- মিজোরাম রাজ্যের নৃত্য।

(২৯) রংমাঃ- নাগাল্যান্ড রাজ্যের নৃত্য।

(৩০) রউফঃ- জম্মু ও কাশ্মীর রাজ্যের নৃত্য।

 আগের পোস্ট গুলো দেখতে নিচে ক্লিক করুন।

বিঃদ্রঃ- আরও আপডেট হওয়ার জন্য অবশ্যই Subscribe করো & Share করে দাও এই লিঙ্কটা নিজের বন্ধুদের মাঝে।

Post a Comment

0 Comments