চাকরির পরীক্ষার ইতিহাস এর কিছুগুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর || MCQ প্রশ্ন ও উত্তর 2020
গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
১ : দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
উত্তর : আনামুদি
প্রশ্ন ২ : সেন্ট্রাল গঙ্গা অথরিটি কত সালে গঠিত হয় ?
উত্তর : ১৯৮৫
প্রশ্ন ৩ : চম্বল নদীর উপর গড়ে উঠেছে কোন ড্যাম ?
উত্তর : গান্ধিসাগর ড্যাম
প্রশ্ন ৪ : সাইলেন্ট ভ্যালি প্রোজেক্টের সঙ্গে কোন রাজ্যের নাম যুক্ত ?
উত্তর : কেরালা
প্রশ্ন ৫ : ভারতের বৃহত্তম শিপ ইয়ার্ড কোনটি ?
উত্তর : কোচিন
প্রশ্ন ৬ : হিলিয়াম আরেকটি নামে পরিচিত। কী সেটি ?
উত্তর : নোবেল গ্যাস
প্রশ্ন ৭ : ভিনিগার রাসায়নিকভাবে কী হিসেবে পরিচিত ?
উত্তর : অ্যাসেটিক অ্যাসিড
প্রশ্ন ৮ : মায়োপিয়া কোন অঙ্গের সমস্যাজনিত রোগ ?
উত্তর : চোখ
প্রশ্ন ৯ : জল-পুরুষ নামে কে পরিচিত ?
উত্তর : রাজেন্দ্র সিং
প্রশ্ন ১০ : ২০১৫ সালে G 20 সামিট কোথায় হয় ?
উত্তর : আন্তালিয়া, টার্কি
প্রশ্ন ১১ : E-Sahyog কোন দপ্তরের প্রকল্প ?
উত্তর : আয়কর
প্রশ্ন ১২ : কিলার ইনস্টিঙ্কট কার লেখা উপন্যাস ?
উত্তর : জোশেফ ফাইন্ডার
প্রশ্ন ১৩ : INS রাজালি- কী ?
উত্তর : নৌবাহিনীর এয়ার স্টেশন
প্রশ্ন ১৪ : রাষ্ট্রীয় একতা দিবস পালন হয় কবে ?
উত্তর : ৩১ অক্টোবর
প্রশ্ন ১৫ : অঙ্কুশ দাহিয়া কোন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত ?
উত্তর : বক্সিং
প্রশ্ন ১৬ : মধ্যপ্রদেশ লঘু উদ্যোগ নিগম কত সালে আনীত হয় ?
উত্তর : ১৯৬১
প্রশ্ন ১৭ : উইপ্রো কম্পানির CEO কে ?
উত্তর : আবিদালি জ়েড নিমুচওয়ালা
প্রশ্ন ১৮ : বাইদু কী ?
উত্তর : চিনের ওয়েব সার্ভিস কম্পানি
প্রশ্ন ১৯ : আইশবাঘ স্টেডিয়াম কোথায় ? মূলত কোন খেলা হয় এখানে ?
উত্তর : ভোপাল। হকি
প্রশ্ন ২০ : বছরের দীর্ঘতম দিন হিসেবে কোন দিনকে ধরা হয় ?
উত্তর : ২১ জুন
আগের পোস্ট গুলো দেখতে নিচে ক্লিক করুন।
বিঃদ্রঃ- আরও আপডেট হওয়ার জন্য অবশ্যই Subscribe করো & Share করে দাও এই লিঙ্কটা নিজের বন্ধুদের মাঝে।
0 Comments