আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ইতিহাস থেকে কয়েকটি টি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর । আর আশা করছি এই সকল প্রশ্নগুলো আপনাদের নানারকম প্রতিযোগিতা মূলক পরীক্ষায় সাহায্য করবে।তাই চলুন বেশি সময় টাইমপাশ না করে শুরু করা যাক।
1. আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে?
➟ স্বামী দয়ানন্দ সরস্বতী।
2. আলীগড় আন্দোলনের প্রবর্তক কে?
➟ স্যার সৈয়দ আহমদ্ খান।
3. আলীগড় কলেজের প্রথম অধক্ষ্য কে ছিলেন?
➟ স্যার থিওডর বেক।
4. আসামের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? ➟গোপী নাথ বরদলই।
5. ইউরোপের রুগ্নমানুষ কাকে বলা হয়? ➟ তুরস্ক।
6. ইকনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থটির কে রচনা করেন?
➟ রমেশচন্দ্র দত্ত
7. ইকবাল কে ছিলেন?
➟ একজন উর্দু কবি, যিনি সারে জাহাসে আচ্ছা গান রচনা করেছিলেন।
8. ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির প্রতিষ্ঠাতা কে?
➟ সুর্য্যসেন।
9. ইন্দো চীনের বর্তমান নাম কী?
➟ ভিয়েতনাম।
10. ইয়ং ইন্ডিয়া গ্রন্থের লেখক কে ছিলেন?
➟ লালালাজপত রায়।
11. ইয়ংবেঙল দল কে গঠন করেন?
➟ ডিরোজিও।
12. ইল দুচে কার উপাধি ছিল?
➟ মুসোলিনি।
13 এশিয়াটিক সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন?
➟ স্যার উইলিয়াম জোন্স, ১৭৮৪ খ্রি
14. কখন ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করা হয়?
➟ ১৯১১ খ্রিঃ।
15. কত খ্রিষ্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়?
➟ ১৮৩৫ খ্রিঃ।
16. কত খ্রিষ্টাব্দে মন্তেগু চেমস্ফোর্ট সংস্কার আইন পাশ হয়?
➟ ১৯১৯ খ্রিঃ।
17কত খ্রিষ্টাব্দে সতীদাহ প্রথা উচ্ছেদ হয়? ➟ ১৮২৯ খ্রিঃ।
18. কত খ্রিস্টাব্দে মণ্টেগো চেমসফোর্ট্ সংস্কার আইন পাশ হয়?
➟ ১৯১৯খ্রিঃ।
19. কত সালে গদর পার্টি প্রতিষ্ঠিত হয়? ➟ ১৯১৩ খ্রিঃ।
20.কত সালে নৌ বিদ্রোহ ঘটে?
➟ ১৯৪৬ খ্রিঃ।
21. কত সালে বঙ্গভঙ্গ ঘোষিত হয়?
➟ ১৯০৫ খ্রি
22.ক্যাবিনেট মিশন কবে ভারতে আসে? ➟ ১৯৪৬ খ্রি
23. কলকাতা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
➟১৮৫৭ খ্রিঃ।
24.রাওলাট আইন কবে প্রবর্তিত হয় ?
Ans: 1919
25. তিতুমীরের প্রকৃত নাম
Ans: মির নিসার আলী
বিঃ দ্রঃ পরবর্তী সাবজেক্টের সাজেশনের জন্য নজর রাখুন
0 Comments