সরকারী চাকরি পেতে হলে চাই যথাযত প্রস্তুতি। আর এই প্রস্তুতির জন্য চাই উপযুক্ত পরিমান স্টাডি মেটেরিয়ালস। তাই আমরা ঠিক করেছি বিভিন্ন ধরণের সরকারী চাকরী এর পরীক্ষা প্রস্তুতির জন্য সম্ভাব্য কিছু প্রশ্ন উত্তর সহকারে স্টাডি মেটেরিয়ালস দেবো। যেগুলি আগত বিভিন্ন ধরণের যেমন PRIMARY TET ,WBSC EXAM, RAIL EXAM, GROUP- D ইত্যাদি পরীক্ষাগুলির ক্ষেত্রে বিশেষ উপকারী লাগবেবে এই বিষয়ে আমরা আশাবাদী। এছাড়াও আমাদের সাইট থেকে আজকের প্রথম পর্বে চাকরির পরীক্ষার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর (৪০টি MCQ) নিচে দেওয়া হল।
1. অক্সিজেন গ্যাসকে ‘ফায়ার এয়ার’ নাম দিয়েছিলেন কোন বিজ্ঞানী ?
➔ ল্যাভয়সিয়ের
2. কৃত্রিম হারক প্রস্তুত করেছিলেন কোন বিজ্ঞানী ?
➔ ক্যাভেন্ডিস
3. 'চিকিৎসাশাস্ত্রের জনক’ আখ্যা দেওয়া হয় ?
➔ হিপোক্রেটাসকে
4. ধননন্দ কার হাতে পরাজিত ও নিহত হন ?
➔ চন্দ্রগুপ্ত মৌর্য
5. কোন উদ্ভিদের জীবাণুনাশক ওণ আছে ?
➔ নিমের
6. টলেমি ছিলেন এক বিখ্যাত __?
➔ জ্যোতির্বিদ
7. জগদীশচন্দ্রের প্রথম গ্রন্থের নাম কি?
➔ Response in the living and non living world
8. 'পিঁপড়ে পুরাণ’ গ্রন্থটি লিখেছেন ?
➔ প্রেমেন্দ্র মিত্র
9. বিশ্বের বৃহত্তম আগ্নেয়গিরির জ্বালামুখ রয়েছে ?
➔ ইন্দোনেশিয়ার (সুমাত্রা) জাভাতে
10. কত সালে স্বরাজ দল প্রতিষ্ঠা হয় ?
➔ 1923 সালে
11. স্বরাজ দল কারা প্রতিষ্ঠা করেন?
➔ মলিলাল নেহেরু ও চিত্তরঞ্জন দাস
12. সংবিধান রচনার দায়িত্বপ্রাপ্ত কমিটির সভাপতি কে ছিলেন ?
➔ বি.আর আম্বেদকর
13. থাম্বপ্যাড থাকে ___?
➔ ব্যাঙের
14. আরশোলা কোন পর্বভুক্ত প্রাণী ?
➔ আর্থোপোডা
15. সিস্টোলিথ দেখা যায়___?
➔ বট পাতায়
16. জলের স্কুটনাঙ্ক পরিমাপের যন্ত্রের নাম কি?
➔ হিপসোমিটার
17. ডিমের সাদা অংশে কোন প্রোটিন থাকে ?
➔ অ্যালবুমিন
18. নেপোলিয়ান বোনাপার্ট কোন দ্বীপে জন্মেছিলেন ?
➔ কর্সিকা দ্বীপে
19. ঝাঁসির রানী লক্ষ্মীবাঈ-এর সেনাপতি ছিলেন ?
➔ তাঁতিয়া টোপি
20. 'ফ্যাসিস্ট পার্টি' কে প্রতিষ্ঠা?
➔ মুসোলিনী
21. স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত?
➔ নিউইয়র্কে
22. সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?
➔ কাঠমান্ডুতে
23. রামধনুর প্রান্ত দুটির রং হল ___?
➔ বেগুনী ও লাল
24. চীনদেশের বৃহত্তম নদী হল ____?
➔ ইয়াং-সি-কিয়াং
25. কোন শিলায় জীবাশ্ম দেখা যায়?
➔ পাললিক শিলায়
26. নাইট্রাস অক্সাইডকে বলা হয়?
➔ লাফিং গ্যাস
27. 'রাখীবন্ধন' উৎসবের উদ্যোক্তা কে?
➔ রবীন্দ্রনাথ ঠাকুর
28. দিল্লি কোন নদীর তীরে অবস্থিত ?
➔ যমুনা
29. 'সুমো' কোন দেশের প্রচলিত কুস্তি ?➔ জাপান
30. আলাউদ্দিন খলজির সভার বিখ্যাত কবি ছিলেন ?
➔ আমির খসরু
31. পরিক্ষাগারে প্রস্তুত প্রথম জৈব যৌগটির নাম ?
➔ ইউরিয়া
32. জার্মান সিলভারের উপাদানগুলি হল?
➔ কপার, নিকেল, জিঙ্ক
33. পঞ্চতন্ত্র লিখেছেন ?
➔ বিষ্ণু শর্মা
34. সিন্ধু সভ্যতা যুগের মানুষের প্রধান জীবিকা ছিল ?
➔ কৃষিকাজ
35. খাইবার পাশ অবস্থিত?
➔ পাকিস্তানে
36. পীত সাগর অবস্থিত?
➔ উত্তর প্রশান্ত মহাসাগরে
37. বিশ্বের সর্ববৃহৎ উপসাগর (Gulf) কোনটি?
➔ মেক্সিকোর উপসাগর
38. সিয়াচেন হিমাবাহ অবস্থিত?
➔ লাদাখ-এ
39. ভারতীয় সংবিধান কার্জকর হয় ?
➔ 26 জানুয়ারি, 1950
40. রেডিয়াম পাওয়া যায়?
➔ পিচব্লেন্ডে
বিঃদ্রঃ- আরও আপডেট হওয়ার জন্য অবশ্যই Subscribe করো & Share করে দাও এই লিঙ্কটা নিজের বন্ধুদের মাঝে।
0 Comments