মুক্ত মন সাইটে র পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা । পশ্চিমবঙ্গের সবগুলো ছাত্র-ছাত্রীদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ ও চর্চাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্য নিয়ে আমরা এই ব্লগটি তৈরী করেছি। বাংলার সকল ছাত্র-ছাত্রীদের সমস্ত রকমের পরীক্ষার প্রস্তুতিতে সুবিধা করার জন্য আমাদের লেখাগুলির ওপর নজর রাখুন এবং শেখার পাশাপাশি আপনি নিজেও এখানে লিখতে ও পড়তে পারবেন। লেখা জমাদান অথবা মন্তব্য করার ক্ষেত্রে নিম্নোক্ত নীতিমালা সমূহ মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে। নতুবা
বুদ্ধির খেলা সাইটের এর নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে ।
লেখা জমাদানের নিতীমালা
১. এটি বাংলার সমস্ত ধরণের পরীক্ষার প্রস্তুতি, সাধারণ জ্ঞান, সাম্প্রতিক ঘটনা, জানা অজানা তথ্য, অসংখ্য মজাদার বিষয়ের লেখা, বর্তমানের বিভিন্ন কাজের খবর প্রকাশের একটি পরিস্কার ব্লগ। তাই লেখা পাঠানোর পূর্বে বিষয়বস্তু গুলিকে খেয়াল রাখবেন।
২. লেখা জমা দেয়ার আগে লেখককে ফটো তার নিজের সম্পর্কে সর্বনিম্ন ২০ শব্দ থেকে সর্বোচ্চ ৫০ শব্দের মধ্যে লিখতে হবে। নাম বাংলায় ও ইংরেজিতে লিখতে হবে।
৩. লেখা অবশ্যই বাংলায় লিখতে হবে। তবে অজানা ও জটিল ইংরেজী শব্দ সমূহ ইংরেজীতে লেখা যাবে।
৪. অন্য কোন লেখকের লেখা কপি করে নিজের নামে প্রকাশ করা যাবে না। তবে প্রকৃত লেখকের নাম এবং পূর্বে প্রকাশিত লিঙ্ক উল্লেখ করে লেখা প্রকাশ করা যাবে।
৫. আংশিক পোস্ট লিখে বাকীটুকু পড়ার জন্য অন্য ব্লগ বা নিজের ব্যাক্তিগত ব্লগের ঠিকানা দেয়া যাবেনাই। এখানেই সম্পূর্ণ লেখাটি লিখতে হবে। অন্যথায় লেখা গ্রহন নাও করা হতে পারে।
৬. লেখা মানসম্মান সরুপ না হলে প্রকাশ না করার অধিকার সংরক্ষন করে মুক্ত মন-কর্তৃপক্ষ।
৭. পর্ণ সাইটের লিঙ্ক অথবাপর্ণ ছবিও ভিডিও বা হ্যাকিং, ক্র্যকিং বিষয়ক কোন লেখা প্রকাশ করা যাবে নাই।
৮. শুধুমাত্র প্রচারনার উদ্দেশ্যে একই ওয়েবসাইটের বিভিন্ন উপাদান নিয়ে বিভিন্ন ভাবে লেখা যাবে না।
৯. কোন ব্যাক্তি ব্লগ,ওয়েবসাইট/গোষ্ঠী,দল,প্রতিষ্ঠান বা ধর্ম কে ভাবমূর্তি নষ্ট করে এমন কিছু লেখা প্রকাশ করা যাবে না।
১০. জমা করা লেখায় যে কোন ধরনের পরিবর্তন, পরিবর্ধন করার অধিকার সংরক্ষন করে বুদ্ধির খেলা কর্তৃপক্ষ।
কপিরাইট নীতি
১. সুস্পষ্ট ভাবে উল্লেখ করা নাই থাকলে আমাদের ওয়েবসাইটের সকল উপাদানের (উদাঃ প্রশ্ন, ছবি, লেখা) কপিরাইট (Copyright) সংরক্ষণ করে বুদ্ধির খেলা সাইট। তাই এ ওয়েবসাইটে পাওয়া কোন উপাদান অন্য কোন সাইটে ব্যবহার করতে চাইলে আমাদের অনুমতি নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
৩. লেখা লেখকের নিজের হতে হবে। কপি করা লেখা গ্রহন করা হবে না। প্রকাশিত কোন লেখা কপি করে জমা দেয়া হয়েছে প্রমানিত হলে, সেই লেখা মুছে দেয়া হবে এবং লেখককে সাময়িকভাবে স্থগিত রাখা হবে।
মন্তব্য প্রদান সংক্রান্ত নীতিমালাঃ
২. লেখক-পাঠক কাউকে হেয় করার উদ্দেশ্যে কোন মন্তব্য করা যাবে না। লেখক/পাঠক একে অন্যকে সম্মান করে জবাব/মন্তব্য করতে হবে।
‘নীতিমালা’ অনুসরণের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
0 Comments